রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে জনতার ঢল

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ছোট ছোট মিছিল নিয়ে আসছেন রাজশাহী বিভাগের সাত জেলার নেতাকর্মীরা।

সরেজমিন দেখা যায়, সকাল ৯টায় নেতাকর্মীরা দল বেঁধে সমাবেশস্থলে আসছেন। আসার পথে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অধিকাংশই রাজশাহী জেলার।

নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক দিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। সেজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাতেই সমাবেশে এসেছেন।