কুমারখালীতে দুইদিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন। 

রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ “ঐতিহ্যের পর্যটন,উদ্ভাবনে উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে দুইদিন ব্যাপী উদ্যোক্তা মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালুসহ অনেকেই।
মেলায় উপজেলার বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্যের পসরা সাজিয়ে বসেছে স্টল গুলোতে। মেলায় প্রায় ২৬ টি স্টলে উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছেন।প্রথমবারের মত এমন মেলার আয়োজনে খুশি উদ্যোক্তারা।