কুমারখালীতে হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন।

রাকিব হোসেন, কুমারখালী, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে ২০২২-২৩ অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আলাউদ্দিন নগরে সিমিট বাংলাদেশের সহযোগিতায় ও কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমলায় চাষাবাদের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ হায়াত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল ও সিমিট বাংলাদেশের ফিল্ড অফিস কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ জাকারিয়া হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।
অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।