কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যে দ্রব্যমূল্যেরর দাম কমানোসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রæয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
মঙ্গলবার(৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহীদস্মৃতি পৌরউদ্যান থেকে জেলা বিএনপির সভাপতি হাসনুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে লিফলেট বিতরণের কমর্যক্রম শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় পৌরউদ্যানে এসে লিফলেট বিতরণের কমর্যক্রম শেষ হয়।
এতে অংশ নেয় সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।