টাঙ্গাইলে ধর্ষণ চেষ্টা মামলায় কারাগারে ইউপি সদস্য

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভাতিজার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় ইউপি সদস্য কাদের জোয়ারদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার(৩১ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত কাদের জোয়ারদার টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য।
স্থানীয়রা জানান, গত রোববার দিবাগত রাত ১২টার দিকে ইউপি সদস্য কাদের জোয়ারদার তার প্রবাসী ভাতিজার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে কাদের জোয়ারদারকে আটক করে। পরে রাত ২টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ছানোয়ার হোসেন অভিযুক্তকে নিজ জিম্মায় ছাড়িয়ে নেন।
পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর থানায় কাদের জোয়ারদারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন। গতকাল দুপুরে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ি কাদের জোয়ারদারকে গ্রেপ্তার করে। এর আগেও কাদের জোয়ারদার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ  জানান, দীর্ঘদিন ধরে কাদের জোয়ারদার আমাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মাঝে মধ্যেই মদ পান করে বাড়ির সামনে এসে মাতলামী করতেন। কেউ কিছু বলতে গেলে তাকে মারতে যেতেন।
পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদত হোসেন জানান, কাদের জোয়ারদারকে অনেকবার শাসন করা হয়েছে। সে আসলে ভালো হবার নয়। এখন মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এখন আইনি প্রক্রিয়া যা হবার তাই হবে। তবে সুষ্ঠ বিচার হোক এটাই আমার কাম্য।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে পাঠালে বিচারক কাদের জোয়ারদারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।