তৈয়বুর রহমান ঃ ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলার কালীগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ থানা কার্যালয়ের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুৃগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ।
এই সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ডি.এম গোলাম সারোয়ার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক মো.আরাফাত হোসাইন অনিক।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কালীগঞ্জ থানা শাখার সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল ও ইসলামী আন্দোলনের কালীগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মাওলানা মুফতি আবুৃ হানিফ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনের শেষে সম্মেলনে কালীগঞ্জ থানা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আজিজুল ইসলাম , সহ-সভাপতি তৈয়বুর রহমান ও সাধারন সম্পাদক মুহাম্মদ ইমন শেখের নাম ঘোষনা করা হয়। পরেবিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হয়।