চট্টগ্রামস্থ সুবর্ণচর উপজেলা সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

আমিনুল হক শাহীন, চট্টগ্রামঃ হৃদয়ে সুবর্ণচর, উপজেলার সমিতির অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণমেলা – ২০২৩ উপলক্ষে সুবর্ণচর উপজেলার সমিতির আয়োজনে মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতি ভোজ চট্টগ্রাম নাগরীর স্বাধীনতা কমপ্লেক্স এ গত ০৩ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুবর্ণচর উপজেলা সমিতির সভাপতি আবু জাফর মোঃ ফারুক এর সভাপত্বিতেও সাধারন সম্পাদক অহেদুর রহমান নয়ন ও সদস্য তাসরিন তাবাসসুম অন্বেষার সঞ্চালনায় মিলনমেলায় অতিথি ছিলেন চট্টগ্রাম বিশব্বিদ্যালয়ের প্রফেসর ওসমিতির প্রধান উপদেষ্টা ড. কামাল উদ্দিন, উপদেষ্টা নুরুল আনোয়ার বকুল, চট্টগ্রাম জেলা ডিবি ওসি নূর আহমেদ বাবুল, ১নং চর জব্বর ইউনিয়েন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওমর ফারুক, ৩নং চক ক্লর্ক ইউনিয়েনের চেয়ারম্যান এ্যাড. আবুল বাশার ডিপ্ট,২নং চর বাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব ৫ নং চর জুবলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, নোয়াখালী জেলার পরিষদ এর সদস্য আতিক উল্যাহ সাইদুল হক ভাইয়া, বিশিষ্ট লেখিকাও কবি কাজি নজরুল এস আই নূর নবী এস মিজা রহমান, সদস্য কেফায়েত উল্যাহ, সদস্য মোঃ হেলাল উদ্দীন,, ড. আকবর হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট আফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও পুলিশ সদস্য আলগীর সহ চট্টগ্রাম সুবর্ণচর উপজেলার শত শত সদস্য ও অতিথি বৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপাশি সবর্ণচর উপজেলা সমিতির মিলনমেলা আনুষ্ঠানে নব নির্বাচিত সদস্যেদের সপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা জীবন বীমা কর্পোরেশনের চট্টগ্রাম বিভাগের উপ-সচিব নুসরাত সুলতানা। উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন সবর্ণচর সমিতির মিলনমেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য সুবর্ণচর বাসির সমৃদ্ধির জন্য কাজ করা, সুবর্ণচর সমিতি বাসির সুখে দুঃখে ছিল থাকব। মেঘনার ভয়াল নদীভাঙন থেকে সুবর্ণচর বাসিদের রক্ষার কথাও তুলে ধরেন অতিথিরা সদস্যদের অংশগ্রহনের বিভিন্ন খেলাধুলার, কবিতা, আবৃতি, হামদ- নাত, গজল পরিবেশনের ও সন্ধ্যায় চট্টগ্রাম এর শিল্পীদের পরিবেশনয়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।