ডেস্ক নিউজ-মুক্তখবর২৪.কম : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আওড়াখালী বাজার বণিক সমিতির নির্বাচিত সদস্যগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন।
বুধবার দুপুরে আওড়াখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পার্শে নবনির্বাচিত বণিক সমিতির সভাপতি মাহবুব আলম শাহীন দর্জির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন।
নবনির্বাচিত বণিক সমিতির সদস্যরা হলেন- সভাপতি মাহবুব আলম শাহীন দর্জি, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা খোকা, সহ-সভাপতি কামাল হোসেন ভুইয়া, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন, কোষাধক্ষ্য মোমেন পালোয়া, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফজুর রহমান, দপ্তর আওলাদ হোসেন, প্রচার সিরাজুল ইসলাম খোকা, সদস্য-নজরুল ইসলাম, সোলাইমান আকন্দ, ময়জদ্দিন, মনির হোসেন বিজয়ী হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলার আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মবিন খান উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীগের হোসেন খান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খান, ফারুক খান, শহীদুল্লাহ শহীদ প্রমুখ।
