সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিসে ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকা (কেডিজেএফ)।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) কেডিজেএফ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিজভী নেওয়াজ এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয়, বিবার্তার অফিস ভাঙচুর ও চুরির ঘটনা গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। কেডিজেএফ’র একাধিক সদস্য প্রতিষ্ঠানটিতে কর্মরত রয়েছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, রাজধানীর বাংলামোটরস্থ পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ভবনের ১১ তলায় বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে বিবার্তা ও জাগরণ টিভির অফিস ভাঙ্গুর ও চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় রমনা থানায় মামলা করতে গেলেও তা নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিবার্তা কর্তৃপক্ষ।
বার্তা প্রেরক-
নাসির আহমাদ রাসেল