রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কৃষিকে আধুনিকায়ন ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারি প্রণোদনায় কৃষিতে অভাবনীয় বিপ্লব ঘটেছে বলে মন্তব্য করেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আজ কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম,পি জর্জ একথা বলেন। জর্জ বলেন,বিশ্ব মহামারীর সময়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় আজ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। সাড়ে সাত কোটি মানুষের খাদ্যাভাব থাকলেও এখন সতেরো কোটি মানুষের খাদ্য উদ্বৃত্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ হায়াত মাহমুদ,পৌর মেয়র শামসুজ্জামান অরুন,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনাসহ অনেকেই।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস। উদ্বোধন শেষে মেলায় স্থানীয় কৃষকদের বিভিন্ন উৎপাদিত ফসল ও আধুনিক কৃষি পরিকল্পনার নানা প্রতিকৃতি পরিদর্শন করেন অতিথিবৃন্দ।