কুমারখালীতে ৩৪ টি বীর নিবাস উদ্বোধন ও প্রতীকী চাবি হস্তান্তর 

রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে মাননীয় প্রধানমন্ত্রীর অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার ৩৪টি বীর নিবাস বুধবার (১৫ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পাঁচ হাজার বীর নিবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এরপর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বীর নিবাস এর প্রতীকী চাবি হস্তান্তর করা হয়।
চাবি হস্তান্তরকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর মেয়র সামসুর জামান অরুণ,  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা , উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।