রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন কারা হয়েছে।
কুমারখালী স্পোর্টিং ক্লাবের মাঠে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধনি খেলায় সদকী একাদ্বশ ও টি এল সুপার কিংস দু’টি দল অংশগ্রহণ করে।
এ সময়ে কুমারখালী পৌর মেয়র সামছুজ্জামান অরুণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন, কুমারখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও প্রাক্তন খেলোয়ায় প্রমূখ।