রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১৪ তলা ভবনের ৭ম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত এক জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার অভিমানে ইতোমধ্যে অংশ নিয়েছে বিমান বাহিনীর একটি দল।
জানা গেছে, আগুন লাগার পরপরই ভবন থেকে তাড়াহুড়ো করে অনেকেই নেমে আসেন। আবার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। তারা বাঁচার জন্য চিৎকারও করছেন। তবে রাত সাড়ে ৮টার দিকে আগুনের তীব্রতা কমতে থাকায় এসময় উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে সার্ভিসের কর্মীরা। তারই অংশ হিসেবে ইতোমধ্যে ভবনের ভেতর থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আনোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ধোঁয়ার কারণে আমরা অনেকেই ভেতরে আটকা ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার করায় কোনোমতে বেঁচে আছি। অনেকেই ভেতরে এখনো আটকা পড়ে আছে।
Discussion about this post