অন্যান্য ফ্লোরেও আগুন, আটকা পড়েছেন অনেকেই

গুলশানের বহুতল ভবনে লাগা আগুন অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়েছে। এর মধ্যেই অনেকে আটকা পড়ে আছেন। তবে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভেতর থেকে ৭ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এক জন মারা গেছেন বলেও জানা গেছে।

আগুন লাগা ভবন থেকে প্রথমে কালো ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনলেও রাত দশটার দিকে ভবনের ওপরের দিকের আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে যায়। সেখানে অনেকেই আটকা পড়েছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, প্রথমে ৬টি, পরে ৭টি ইউনিট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট বাড়িয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত ওই ভবনের ভেতর থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন জন নারী রয়েছেন। ভেতরে আটকা পড়াদের ফায়ার সার্ভিস ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিমানবাহিনীর ফায়ার সার্ভিসের একটি দল সেখানে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভবনটি আবাসিক। সেখানে অনেকে পরিবার-পরিজন নিয়ে বসবাস করেন। আগুন লাগার পর পরই তাদের অনেকেই ভেতর থেকে বের হতে পারেননি। অনেকেই লাফিয়ে জীবন বাঁচাতে চেষ্টা করেন। ভেতরে নারী-পুরুষ শিশু অনেকেই আটকা পড়ে আছেন। যাদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে ফায়ারম্যানরা।

এর আগে, রোববার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৪ তলা ভবনে আগুনের ঘটনা ঘটে।
সূত্র : রাইজিং বিডি