রংপুরের পীরগঞ্জে প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুরে গিয়ে দুপুরে তারাগঞ্জে একটি জনসভায় বক্তব্য শেষে ফতেপুরে স্বামীর পারিবারিক কবরস্থানে যান তিনি। এসময় শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এর পর প্রধানমন্ত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচরণার জন্য কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জনসভা-পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি।২০১৩ সালের ৩১ ডিসেম্বর সর্বশেষ পীরগঞ্জের ফতেপুরে এক জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Discussion about this post