কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন 

রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ মেলার উদ্বোধন করা হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী জেএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়ে  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর মেয়র সামছুজ্জামান অরুণ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুনা রশিদ হারুন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমারখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী।