মাত্র ২০ বছর বয়সেই গর্ভপাত প্যারিসের!

মাত্র ২০ বছর বয়সেই গর্ভপাত করাতে হয়েছিল বিশ্বখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটনকে! সম্প্রতি অতীতের ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আনলেন তিনি।

প্যারিস হিলটন তার স্বামী কার্টার রিউমের সাথে সুখী দাম্পত্য জীবনযাপন করছেন। সম্প্রতি দুজনে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম শিশুর জন্ম দিয়েছেন। তাদের প্রথম সন্তানের নাম ফিনিক্স। সন্তান জন্মের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি শেয়ার করে লিখেছেন, “বেবি ফিনিক্স। আমাদের পুরো পৃথিবী।”

তবে এবার সকলকে চমকে দিলেন প্যারিস! সম্প্রতি এই সোশ্যালাইট প্রকাশ করেছেন যে তিনি প্রায় দুই দশক আগে গর্ভধারণ করেছিলেন কিন্তু সেই সময়েই তার গর্ভপাত হয়েছিল।

গ্ল্যামারের সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, প্যারিস প্রকাশ করেছেন যে তার ২০ এর দশকের প্রথম দিকে তার প্রথম গর্ভপাত হয়েছিল। সেই খবরটি মিডিয়ার আড়ালেই রেখেছিলেন তিনি। প্যারিস বলেন, ‘এটি এমন কিছু ছিল যা আমি বলতে চাইনি। কারণ তখন আমি প্রস্তুত ছিলাম না। চারপাশে জানাজানি হলে আমার জন্য লজ্জাজনক হতো। আমি গর্ভবতী হয়ে পড়েছিলাম কিন্তু আমি এর জন্য প্রস্তুত ছিলাম না।’

একই সাক্ষাৎকারে প্যারিস আরো বলেছেন যে, ‘রো বনাম ওয়েড’ আইনটি পাস না হওয়া পর্যন্ত তিনি তার গল্প বলার এবং বিষয়টি ফাঁস করার সাহস পাননি। তিনি বলেন, “আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। চারপাশে শুধু এত রাজনীতি, কিন্তু এটা নারীর শরীর। এর ওপর ভিত্তি করে আইন কেন হবে? এটা আমার শরীর, আমার পছন্দ। বিষয়টি আমার কাছে বিস্ময়কর যে, নারীর প্রজনন স্বাস্থ্য নিয়ে নারী কী করেন সে সম্পর্কে আইন তৈরি করছে তারা। এটি যদি ছেলেদের সাথে অন্যভাবে হত তবে এটি মোটেও এইভাবে হত না।”

প্যারিস আরো বিস্তারিতভাবে বলেছেন যে, যদিও তিনি জানতেন যে তিনি সারোগেটের মাধ্যমে একটি সন্তান নিতে চান, কিন্তু তিনি এই সিদ্ধান্তটি নিজের এবং তার নিকটতম বন্ধুদের মাঝেই রেখেছিলেন। কারণ তিনি এই জাতীয় ব্যক্তিগত বিষয়ে প্রকাশ্যে যেতে চাননি।

প্যারিস এবং কার্টার ২০১৯ সালের শেষের দিকে ডেটিং শুরু করেন এবং দুই বছর পর নভেম্বর ২০২১ সালে বিয়ে করেন।

সূত্র : কালের কন্ঠ