কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা শাজাহান সিরাজের ৮০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ মার্চ) সকালে জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, রাবেয়া সিরাজ একাডেমিক হল রুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য হোসেন আলী সিকদার, সহকারী অধ্যাপক সোহরাব আলী মিয়া, জহুরুল হক বুলবুল, শফিকুল ইসলাম, এ কে এম আব্দুল আউয়াল, শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন, অফিস সহকারী হাবিবুর রহমান, ছাত্রদের পক্ষ থেকে নাইমুর রহমান প্রমুখ।
এসময় আলোচনা সভাটি সঞ্চালনা করেন, অধ্যাপক তারিকুল ইসলাম।
Discussion about this post