কুমারখালীতে জাতীয় বীমা দিবস পালিত 

রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, ডেল্টা লাইফ ইন্সুইরেন্স ম্যানেজার মোঃআব্দুল হক, জীবন বীমা কর্পোরেশন ম্যানেজার মোঃআব্দুল মালেক, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এ জি এম মোঃমাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলীসহ কুমারখালী বীমা সংস্থার কর্মকর্তা-কর্মচারী প্রমূখ।