ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর স্বামীর মৃত্যু

ফতুল্লার রামারবাগ এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সুখী বেগমের পর তার স্বামী আল আমিনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গত সোমবার ভোরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুখী বেগমের মৃত্যু হয়েছে।

বার্ন ইউনিটের ডা. এসএম আইউব হোসেন জানান, আল-আমিনের শরীরের ৯৫ শতাংশ এবং তার স্ত্রী সুখী বেগমের শরিরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, ফতুল্লার রামারবাগ এলাকায় শাহানাজ বেগমের ভাড়া দেওয়া বাসায় গ্যাস বিস্ফোরণে আল আমিন ও তার স্ত্রী সুখী দগ্ধ হন।

সূত্র : যুগান্তর