এ বছর আমার একটিও নতুন বই বের হলো না। সব ঠিকঠাক হওয়ার পরও ব্যস্ততার কারণে সব লন্ডভন্ড হয়ে গেলো। মনটাও খারাপ হয়ে গেলো খুব। হঠাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম স্যারের ফোন।
ফোনটা যে এতোটা আনন্দের হবে,ভাবিনি। চিৎকার করেই বললাম, কি বলছেন স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না।
ফেসবুকের সত্য গল্প ” ড. শেখ মহঃ রেজাউল ইসলাম স্যারের লেখা অসাধারণ বইটিতে তিনি আমাকেও নিয়ে লিখেছেন চমৎকার একটি লেখা ” ফেসবুকে নীলিমা নীলা”। আনন্দটা যে কতোটা তা বোধহয় বুঝানোর ক্ষমতা আমার নেই।
কিন্তু বইটি হাতে নিয়ে বার বার চোখের পানি মুছেছি আমি।
স্যারকে যতবার দেখছি অবাক হচ্ছি আমি। আমার সমস্ত বিপদে স্যার সবার আগে বার বার এগিয়ে এসেছেন, ভরসা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন।এবার আমাকে নিয়ে নিজেই লিখে ফেললেন একটি বই। আমি জানিনা স্যারকে কি বলবো, কি বলা উচিৎ।
তবে এতটুকুই বলবো, স্যার আপনার সাথে পরিচয় না হলে, নীলিমা হয়তো থেমে যেতো মাঝরাস্তায়,থমকে যেতো নীলিমার সব স্বপ্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হয়ে আপনি মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন , তা হয়তো নজীর হয়ে থাকবে ইতিহাসের পাতায়।
আপনার সততা শ্রেষ্ঠ আসনে ঝলমল করে উঠবে একদিন।স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
ফেসবুকে সত্য গল্প” ড. শেখ মহঃ রেজাউল ইসলাম স্যারের লেখা অসাধারণ বইটি আজিই সংগ্রহ করুন অমর একুশে বইমেলা থেকে।
নীলিমা আক্তার নীলা
Discussion about this post