রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর কয়া চাইল্ড হেভেন গার্লস হাই স্কুলে মৌলবাদী সন্ত্রাসী হামলা এবং প্রধান শিক্ষককে গ্রেফতার সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে কুমারখালী উপজেলা কয়া ইউনিয়নের কয়া চাইল্ড হেভেন গার্লস হাই স্কুলে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, গবেষক লেখক সাংবাদিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শিক্ষাবিদ মমতাজ লতিফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, কুমারখালী উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, কুমারখালী পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন, বীর মুক্তিযোদ্ধা বৃন্দসহ প্রমূখ।