রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দু’দিনব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইদিন ব্যাপী আয়োজনের সোমবার ৬ মার্চ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর অংশ গ্রহণে ৭ মার্চের ভাষণ, আবৃত্তি, সংগীত, নৃত্যরত প্রতিযোগিতার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে আলোকসজ্জার আয়োজন করা হয়।
মঙ্গলবার ৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, কুমারখালী স্টেশন সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আকতার মিনা, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু, পাবলিক লাইব্রেরী সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, কুমারখালী পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম প্রমূখ।