কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরাফাত (১৪) নামে এক কিশোর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় পৌলী নদীর পাড় এলেঙ্গা পৌরসভাধীন মহেলা আদর্শ গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রাত ৯ টায় কালিহাতী থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
মৃত আরাফাত মহেলা আদর্শ গ্রামের মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, প্রভাবশালীরা অবৈধভাবে নদী থেকে দিনরাত মাটি উত্তোলন করে এ সড়কে ড্রাম ট্রাকের চলাচল করে আসছে। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
কালিহাতী থানার অফিসার ইরচাজ (ত্তসি)মোল্লা আজিজুর রহমান জানান ঘটনা সত্য।
বাদী অভিযোগ করিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেত্তয়া হবে।