কুষ্টিয়া প্রতিনিধি, রাকিব হোসেনঃ সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রের নিদর্শনায় (১৩ মার্চ) কুষ্টিয়ার কুমারখালী মথুরানাথ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর থেকে সকল শিক্ষক – শিক্ষিকা ৩ ঘন্টা কর্ম বিরতি পালন করে।