রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ – ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (১৩ মার্চ) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আকতার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, কুমারখালী ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষিকা প্রমূখ।