কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বল্লা মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া আলিম মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাদরাসা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।এতে এবতেদায়ী শাখা থেকে আলিম পর্যন্ত শিক্ষার্থীরা ২৪টি ইভেন্টে অংশ নেয়।
মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা আলিম মাদরাসা প্রিন্সিপাল মাওলানা আ.মান্নান এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মো.মোফাখখারুল ইসলাম,বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হাজী চান মাহমুদ পাকির,বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো.রাশিদুল হাসান লাভলু,বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো.সাজ্জাৎ হোসেন,স্টারলিট ডে-কেয়ার স্কুলের প্রিন্সিপাল মো.ওমর ফারুক, মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ও দৈনিক ভোরের কাগজের কালিহাতী উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের পাতার টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার,মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মো.হায়দার আলী প্রমুখ।
Discussion about this post