কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

রাকিব হোসেন, কুমারখালী প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে রবিবার (১২ মার্চ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময়ে কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মকছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনুসহ উপস্থিত ছিলেন কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ প্রমূখ।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সকাল ৮টা থেকে ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, অঙ্গ দৌড়, চিয়ার খেলা, লাফ ডরি, উচ্চ লাফ, দরি লাফ, লোহার গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ভারসম্য দৌড়, মোরগ লড়াই সহ বিভিন্ন প্রতিযোগিতা ও বিকাল ৪টায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।