কামরুল হাসান,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ব্যটারি চালিত অটো চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার কুমারজানী এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত চালকের নাম জুলহাস মিয়া (৫০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, জুলহাস মিয়া পূর্বে ট্রাক চালক ছিলেন। সম্প্রতি তিনি ব্যাটারি চালিত অটো কিনে চালাতেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানী এলাকায় তার হাত ও মুখ বাধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা ওই চালককে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে।