রাকিব হোসেন, প্রতিনিধি কুষ্টিয়াঃ নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী এই পতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের সহযোগিতায় বুধবার (১৫ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস এর শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, নেজারত ডেপুটি কালেক্টর শাহেদ আরমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।