রাকিব হোসেন, কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কয়াবাজার সংলগ্ন কয়েকটি মিষ্টির কারখানায় তৈরি হচ্ছে নোংরা পরিবেশে বিভিন্ন মিষ্টি ও দই। সাধারণ মানুষের কাছে এই মিষ্টি ও দই বেশ জনপ্রিয় হলেও তা তৈরি হচ্ছে নোংরা পরিবেশে। খালি হাতে সেগুলো তৈরি করছেন শ্রমিকরা। ফলে ঘাম আর ময়লায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে নামি-দামি এ প্রতিষ্ঠানের মিষ্টি ও দই।
কয়া বাজারের পাশে অবস্থিত কমল ঘোষ, কাজল ঘোষ, অরফ ঘোষের কারখানায় অবিলম্বে মোবাইলকোট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।