কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুর-এ-আলম সিদ্দিকী ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে দ্বিতীয়বার জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে মোঃ শাফী খান ৮ হাজার ৮০৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীক নিয়ে রেজিনা আখ্তার ৪ হাজার ৬৪৯ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলা হলরুমে কালিহাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
Discussion about this post