কুষ্টিয়ায় ওয়ার্ড মেম্বার নির্বাচনে বিজয়ী নুর মোহাম্মদ পুকাড়ী

রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।
নির্বাচনে ফুটবল মার্কা প্রতীক নিয়ে জয়লাভ করেছে নুর মোহাম্মদ (পুকাড়ী)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ছেঁউড়িয়া জয়নাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮.৩০ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল ৪.৩০ পর্যন্ত।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। মেম্বর পদপ্রার্থী নুর মোহাম্মদ (পুকাড়ী) ফুটবল মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৯৭০, মোছাঃ শিউলী আক্তার টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৭২৬, মোঃ জনি ইসলাম তালা মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৪১, মোঃ রাব্বুল ইসলাম মোরগ মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ০৯।