কুষ্টিয়া সদর হাসপাতাল পরিদর্শন করেন শেখ মুজিবর রহমান

রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালের অক্সিজেন জেনারেটর প্লান্টের স্থাপনের জন্য বৃহস্পতিবার (১৬ মার্চ) স্থান পরিদর্শন করেন অক্সিজেন জেনারেটর প্লান্টের প্রধান উপদেষ্টা শেখ মুজিবর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা সহকারী পরিচালক (সিডিসি) মহীউদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক ডাঃ মোঃ নাসির উদ্দীন, কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ এ এস এম মুসা কবির।
এ সময় শেখ মুজিবর রহমান বলেন, অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির নতুন উদ্ভাবন বাতাসের মাধ্যমে অক্সিজেন প্রস্তুতির দ্বারা দেশের অক্সিজেন চাহিদা মেটানোর জন্য অক্সিজেন জেনারেটর প্লান্ট।