রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : প্রাকৃতিক ভালোবাসায় উদার সহজেই মিশতে পারেন প্রকৃতির প্রাণীর সাথে তারই উদাহরণ কুষ্টিয়া কোট সংলগ্ন আয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটার মোকাব্বার শরীফ (মুকা চাচা)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বন থেকে দল বিচ্ছিন্ন হয়ে ছুটে আসা হনুমানের সাথে এক ফ্রেমে ছবি তুলে মুকা চাচা আবারো প্রমাণ করলেন প্রাণীকে ভালবাসলে প্রাণী ও তাকে আপন করে নেয়। সে বোঝালেন হিংস্র প্রাণী ও মানুষের আপন হতে পারে।