<div id="m#msg-f:1760512471888432413" class="mail-message expanded"> <div class="mail-message-header spacer">রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : প্রাকৃতিক ভালোবাসায় উদার সহজেই মিশতে পারেন প্রকৃতির প্রাণীর সাথে তারই উদাহরণ কুষ্টিয়া কোট সংলগ্ন আয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটার মোকাব্বার শরীফ (মুকা চাচা)।</div> <div class="mail-message-content collapsible zoom-normal mail-show-images "> <div class="clear"> <div dir="auto"> <div dir="auto"></div> <div dir="auto">বৃহস্পতিবার (১৬ মার্চ) বন থেকে দল বিচ্ছিন্ন হয়ে ছুটে আসা হনুমানের সাথে এক ফ্রেমে ছবি তুলে মুকা চাচা আবারো প্রমাণ করলেন প্রাণীকে ভালবাসলে প্রাণী ও তাকে আপন করে নেয়। সে বোঝালেন হিংস্র প্রাণী ও মানুষের আপন হতে পারে।</div> </div> </div> </div> <div class="mail-message-footer spacer collapsible"></div> </div>
Discussion about this post