কুষ্টিয়ার লালন একাডেমী পরিদর্শন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

রাকিব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার বাউল সম্রাট ফকির লালন শাহের আঁখড়া বাড়ি (লালন একাডেমী) বুধবার ১৫ মার্চ পরিদর্শন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি লালন শিল্পীদের থেকে লালনের বিখ্যাত গান উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম, কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিন আখতার, কুষ্টিয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম, কুষ্টিয়া জেলা পরিষদ ও লালন একাডেমির এডহক কমিটির সদস্য মোঃ সেলিম হক, চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজুসহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, লালন একাডেমীর সদস্য বৃন্দ প্রমূখ।