একটি সংগঠন পরিচালনা করতে একটি আলোয় যথেষ্ট। আর যদি আলোর পরিমাণ বেশি হয় তাহলে সেটি পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে ও আলো দিতে সক্ষম হয়।
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ আজ থেকে ৪/৫ বছর আগে খ্যাতিমান কবি, গীতিকার নজরুল বাঙালি এবং খ্যাতিমান কবি ও সাহিত্যিক শাহজাহান মজুমদারের হাত ধরে যাত্রা শুরু। শুরুটাই কেড়ে নিয়েছিলো, কবি,লেখকদের অসাধারণ সৃষ্টির কারিগর নির্মল মন।
আটটি গেইট দিয়ে সাজানো, কবিদের গার্ড অব অনার কিংবা অসাধারণ কবি ভবন যা কিনা কবি, লেখকদের বইয়ের ভিড়ে একটি রাজ মহল মুগ্ধ করেছিলো তিন শতাধিক কবি,লেখকদের। সৃষ্টির শুরুটা যদি সুন্দর হয় তাহলে শেষটা হবে একটি গৌরবের ইতিহাস।
শ্রেষ্ঠত্বের একটি বিশাল আসন। এমন সুন্দর, নির্মল চিন্তা নিয়েই হয়তো এগিয়ে যাচ্ছেন, নজরুল বাঙালি এবং শাহজাহান মজুমদার। এগিয়ে নিচ্ছেন শত শত কবি,লেখকদের। ২০২২ আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের অনুষ্ঠিত হলো দ্বিতীয় সম্মেলন।
এবার আগের চেয়ে আরো সুন্দর, পরিপাটি, মনোমুগ্ধকর, জমকালো অসাধারণ একটি আয়োজন যেন স্বপ্নকেও হার মানালো আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ। অসাধারণ মঞ্চ,গেইট, গার্ড অব অনার কিংবা তিনদিন ব্যাপী ৫ শতাধিক কবিদের থাকা, খাওয়ার ব্যবস্থা নিজ অর্থায়নে নজরুল বাঙালির অমন সাহসিকতায় হার মেনেছে অনেক সংগঠন।
আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের আবারো গঠন হলো নতুন কমিটি। খ্যাতিমান কবি, গীতিকার নজরুল বাঙালি সভাপতি এবং খ্যাতিমা কবি, সাহিত্যিক শাহজাহান মজুমদার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উপদেষ্টা হিসেবে আছেন,খ্যাতিমান লেখক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড.শেখ মহঃ রেজাউল ইসলাম, খ্যাতিমান কবি,গীতিকার সহকারী অধ্যাপক মোজাম্মেল হোসেন সিনিয়র সহ সভাপতি,বাংলা একাডেমির সদস্য, ইত্তেফাকের নিয়মিত লেখক এবং ছড়াকারের গৌরব বোরহান মাসুদ সহ ৪৯ জন আলোকিত প্রদীপদের নিয়ে সাজানো হয়েছে নতুন কমিটি।
আলোকিত প্রদীপদের নিয়ে এগিয়ে যাক আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ। পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে বিজয়ের গল্পটা শেয়ার করুক পৃথিবীর কাছে।অভিনন্দন এবং ভালোবাসায় – নীলিমা আক্তার নীলা প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ
Discussion about this post