কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ধারী ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোমবার উপজেলার কাঠুরী এলাকায় ও মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় রাতব্যাপি অভিযান চালিয়ে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মৃত রহমুদ্দিনের ছেলে শেখ মো: সোনা মিয়া (৩৩), একই এলাকার ভাষা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া (২৫), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হরিপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও বাসাইল উপজেলার কাশিল গ্রামের রবিন মিয়ার ছেলে আকাশ মিয়া (৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদেnর কাছ থেকে ১টি হ্যান্ডকাফ, পিস্তল সদৃশ বস্তু, সুইচ গিয়ার চাকু, পুলিশের ভূয়া ভিজিটিং কার্ড, ৫টি মোবাইল ফোন, হায়েস গাড়ি, টর্চ লাইট ও নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন সময় ডাকাতি করত। ঘটনার দিন রাত ৮টায় তারা অস্ত্রের মুখে ওই হায়েসের চালককে জিম্মি করে ডাকাতির উদ্দেশে টাঙ্গাইল থেকে মানিকগঞ্জের দিকে রওয়ানা হয়। পরে হায়েসের চালকের কৌশলে খবর দিলে তাদের আটক করা হয়।