পাবনা প্রতিনিধি, পাবনা আমিনপুর থানার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ( ২৫ মার্চ ) কাশিনাথপুর ডাকবাংলোয় মত সভা অনুষ্ঠিত হয়, মত সভায় আমিনপুর থানার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগ,যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সকল আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মত সভায় আগামী জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়ে সকল নেতাকর্মীদের আলোচনার ভিত্তিতে পাবনা জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বলকে দলীয় সমর্থন দিয়ে আগামী নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আমিনপুর থানা আওয়ামীলীগের মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাবনা ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা কামরুজ্জামান উজ্জল।
সভায় বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, এবং বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক শহীদ, পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম রফিক উল্লাহ, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক হাসান পীযূষ, আহম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, তাঁতি বন্ধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মেধা, রূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, জাতসাকিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান কল্লোল হোসেন সহ প্রমুখ।
এ সময় কামরুজ্জামান উজ্জ্বল উপস্থিত সকল নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রূপান্তরিত করতে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে, তাই আগামী জাতীয় নির্বাচনে নৌকার বিকল্প নেই। তিনি বলেন নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন, আমি আপনাদের ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমার নির্বাচনের এলাকার সকল উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকবো।
Discussion about this post