ঢাকাই চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির নায়িকারা একে একে মা হওয়ার দলে যোগ দিচ্ছেন। গত বছর মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন বুবলী। মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণিও। এদের ঘরে এসেছে পুত্র সন্তান। এবার প্রথম সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন এই নায়িকা। মাহিয়া মাহির স্বামী রকিব সরকার এ খবর নিশ্চিত করে জানান, মা-ছেলে দুজনেই সুস্থ আছেন।