কালিহাতীতে শাজাহান সিরাজের মেয়ে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কামরুল  হাসান, টাংগাইল প্রতিনিধিঃ  টাঙ্গাইলের কালিহাতীতে অসহায় ও দুস্থদের মাঝে স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মেয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করে উপজেলা কস্তুরীপাড়া বাজারে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন উপজেলা দুই হাজার দুস্থদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হবে।

তিনি আরো বলেন আমার বাবা কালিহাতীর মানুষের জন্য কাজ করে গেছেন সারা জীবন। তার মেয়ে হিসেবে আপনাদের পাশে থেকে কালিহাতীর সার্বিক উন্নয়নে কাজে সেবা করে আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন শাজাহান সিরাজের সাবেক এপিএস আনোয়ার হোসেন বাবলু,বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মহসিন,বীর মুক্তিযোদ্ধা মুনসুর হেলাল, কালিহাতী  শাজাহান সিরাজ কলেজের শিক্ষক রশিদুল ইসলাম রতন প্রমুখ।