শেখ হেলাল উদ্দীন কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ খুলনা বিভাগের সেরা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী অধ্যাপক হোসাইন ছায়েদিনের উপস্থাপনায় কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বোর্ডের সদস্য শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম,স,ম, আব্দুর রব, সৈয়দ মোহাম্মদ মীর,শিক্ষক প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, দীপালী রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক কে পি রায়, মৃত্যুঞ্জয় কুমার দাস, দীন মহম্মদ মোল্লা, সেখ তারিকুল ইসলাম, সালমা খাতুন, শেখ শামীম ইসলাম, শিক্ষার্থী সওদা হালিমা, বিশ্বময়ী কুন্ডু, মোছাঃ হুরজাহান খাতুন প্রমুখ।
সম্বর্ধিত অতিথি স্বপন দাশ বলেন শেখ হেলাল উদ্দীন ডিগ্রি কলেজ স্থাপিত হওয়ায় এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আজকের ছাত্র ছাত্রীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে কলেজের দ্বিতীয় একাডেমিক ভবনের লে-আউটের মধ্যদিয়ে কাজের শুভ উদ্বোধন করেন।
Discussion about this post