কুমিল্লায় মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেল সোনার বাংলা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। গতকাল রোববার সন্ধ্যায় ইফতারের পরপরই নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও রেল কর্মকর্তারা জানিয়েছেন। এই দুর্ঘটনায় অর্ধশতের মতো আহত হওয়ার খবর রেল কর্মকর্তা ও পুলিশের কাছ থেকে পাওয়া গেছে। সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের ১২ জন কর্মকর্তা থাকলেও তারা অক্ষত রয়েছেন। দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম, নোয়াখালী ও চাঁদপুরের ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি করেছে রেলওয়ে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দেশের দ্রুতগামী ট্রেনের একটি সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল। পথে কুমিল্লা শহরের আগে নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশন। সেই স্টেশনে গতকাল সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের ডিভিশনাল ট্রাফিক অফিসার তারেক মো. ইমরান জানিয়েছেন। ঘটনার পরপরই তিনি বলেন, কুমিল্লার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন বলে খবর পেলেও কারও নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘ভুল’ সিগন্যালের কারণে দ্রুতগতির সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মেইন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনটিকে সজোরে ধাক্কা দিয়ে সেটির উপরে উঠে পড়ে সোনার বাংলা এক্সপ্রেস। কাত হয়ে পড়ে এর পাঁচটি বগি। দুর্ঘটনায় আহত ট্রেনযাত্রী সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইফতারের পর হঠাৎ দেখি বিকট শব্দে আমাদের ট্রেনটি মালবাহী ট্রেনটিকে ধাক্কা দিয়ে সেটির উপর উঠে পড়ে যাচ্ছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কয়েকটি বগি দুড়মে–মুচড়ে যায়। মনে হয়েছে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি।
স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইকবাল হোসেনও একই কথা জানান। এর আগে নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল বলেছিলেন, খবর পেয়েই লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়।
কার ভুলে দুর্ঘটনা, তদন্তে কমিটি : দুর্ঘটনার পর হাসানপুর স্টেশনের কোনো কর্মকর্তাকে না পাওয়ার পর নাঙ্গলকোটের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, কার ভুলে এই ঘটনা ঘটেছে; সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানাতে পারব। পরে রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক আবিবুর রহমান বলেন, রেলের চট্টগ্রাম বিভাগীয় প্রধান ট্রাফিক কর্মকর্তাকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। ভুল সংকেতের কারণে এই দুর্ঘটনা কিনা জানতে চাইলে তিনি বলেন, কারণ তদন্তের পরই বলা যাবে। এখনও কোনো কিছু নিশ্চিত নয়। তবে একটি ট্রেন অন্যটিকে ধাক্কা দিয়েছে, এটা জানতে পেরেছি।
সূত্র : রাইজিং বিডি
Discussion about this post