সৌদি আরবে ঈদ শুক্রবার

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।

এর আগে, সৌদি চাঁদ দেখা কমিটি ২৯ রমজান (বৃহস্পতিবার) সন্ধ্যায় স্থানীয় মুসলমানদের চাঁদ দেখার আমন্ত্রণ জানিয়েছিল।

প্রসঙ্গত, ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনে হয় এবং বিষয়টি চাঁদ কখন দেখা যায় তার উপর নির্ভর করে। বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় পবিত্র রমজান মাস এবার ২৯ দিনে হলো।

সূত্র : রাইজিং বিডি