রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ রোড আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা ১। মোঃ মিজান মিয়া (২২), পিতা-মোঃ আব্বাস আলী মিয়া, সাং-নজরপরি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী এর হেফাজত হতে ৬৮ কেজি গাঁজা জব্দসহ ২০/০৪/২০২৩ তারিখ ১৪৩০ ঘটিকায় তাকে গ্রেফতার করেছে র্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে। এসকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফারজানা হক
সিনিয়র সহকারী পুলিশ সুপার