ডেস্ক নিউজ-মুক্তখবর২৪.কম : নোয়াখালীর সুবর্ণচর উপজেলাধীন চর আমানুল্যাহ ইউনিয়নের চর বজলুল রসিদ গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের বাসিন্দা। উপজেলার শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী উপজেলা সদরে প্রতিষ্ঠিত চরজুবিলী রব্বানীয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সুবর্ণচরের শত সহস্র্র আলেম উলামাদের অভিভাবকতুল্য এ আলেমে দ্বীন গত ২৭ এপ্রিল, ২০২৩ ই রোজ বৃহস্পতিবার রাতে সাড়ে আটটায় এশার নামাজ জামাতে পড়াকালীন দ্বিতীয় রাকাতে ১০৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে অইন্না ইলাহে রাজেউন।
তিনি ছিলেন পরহেজগার, সদালাপী, সজ্জন, বিনয়ী তথা সর্বজন শ্রদ্ধেয় একজন বুজর্গান মানুষ। এ মহান ব্যক্তির মৃত্যুতে এলাকাবাসী একজন ধর্মীয় অভিভাবককে হারিয়েছে। উনার মৃত্যুতে আলেম উলামাসহ সকল মহলে শোকের ছায়া নেমে আসে। জীবনে কখনো জামাতে নামাজ পড়া মিস করেননি। তাহাজ্জুদ নামাজসহ রাতের এবাদত কখনো বাদ দেননি। সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী আর সমর্থকদের কাছে ছিলেন পরম শ্রদ্ধার। জনপ্রতিনিধিদের কাছে ও সম্মানিত একজন দ্বীনে আলেম হিসেবে সুপরিচিত।
আলহাজ্ব মাওলানা ইউসুফ সাহেবের ছোট ভাই জনাব আবু তাহির মেম্বার ও জনাব জয়নাল আবেদীন তহশিলদার মারা যান কয়েক বছর আগে। ছেলে কামরুজ্জামান হাফিজ নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। ভাতিজা চাকসু এজিএস মাহবুবের রহমান শামীম বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। ভাগিনা আলহাজ্ব মাওলানা রুহুল আমিন কামাল লক্ষীপুর জেলার একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার অধ্যক্ষ। নাতি তারেক মোরতাজা একজন সিনিয়র সাংবাদিক।
পরিবারের অনেকে দেশে বিদেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক পদে অধিষ্ঠিত। অনেকে রাজনীতি ও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে জনসেবায় নিয়োজিত রয়েছেন।
নোয়াখালীর সুবর্ণচরে ইসলামী জাগরনের অগ্রদুত প্রিয় মানুষটির মৃত্যুতে সকলে শোকাহত। মহান রাব্বুল আলামীন এ বুজর্গান মানুষটির স্থান নিশ্চয়ই নির্ধারন করে রেখেছেন জান্নাতের মর্যাদাপুর্ণ কোন এক জায়গায়,,, কারন নামাজরত অবস্থায় উনাকে নিয়ে গেলেন।
হে মাবুদ,, উনার সন্তানতুল্য আলেম উলামাহ ও পরিবারের সদস্যদের শোক সহ্য করার তৌফিক দিন। আমিন।
#শ্রদ্ধা
#মাওলানা_মোঃ_ইউসুফ