ঢাকা- সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ : আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২০ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় পার্টি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি : (ক) আগামী ২১ ফেব্রুয়ারি সকালে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে (খ) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এবং (গ) বিকাল ৩টায় বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠন এবং সকল জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
Discussion about this post