কামরুর হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা পালিমা সিমাগাছড়া গ্রামে সেচ পাম্প চালক আবুল হোসেন গাজী (৫৬) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় এলেঙ্গা ভূঞাপুর সড়কের কালিহাতীর পালিমা বাসস্ট্যান্ডে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার, উপজেলা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন রিন্টু,নারান্দিয়া ইউপি সদস্য আতিকুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন জনি, নিহতের ছেলে সালমান ও মেয়ে নার্গিস আক্তার।
নিহত আবুল হোসেনের ছেলে সালমান ও মেয়ে নার্গিস আক্তার বলেন, জমিসংক্রান্ত বিরোধে আসামি করিম,মকবুল,শরিফ,মনির, আশরাফ, সামছুল, শাহ আলম সংঘবদ্ধ হয়ে নৃশংসভাবে রাতে তার বাবা সেচ পাম্প চালক আবুল হোসেন গাজীকে হাত-পা বেঁধে বিষ খাইয়ে নৃশংসভাবে হত্যা করে । এঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, আসামী মকবুল হোসেন, শরিফ ও মনিরকে সোমবার রাত ৩ টার দিকে গাজীপুর বোর্ড বাজার থেকে গ্রেফতার করেছেন। অপর দিকে ২৭ এপ্রিল আশরাফকে পুলিশ গ্রেফতার করেছেন।