কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে হাইড্রোলিক ট্রাকচাপায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার এলেঙ্গা-বল্লা আঞ্চলিক সড়কের চেচুয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় কাউন্সিলর হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আবুল হোসেন বাইসাইকেল নিয়ে ছেলের শশুরালয় থেকে চিনামুড়া নিজ বাড়ি ফিরছিলেন। ওই সময় চেচুয়া এলাকায় বল্লাগামী বালুবাহী একটি হাইড্রোলিক ট্রাক আবুল হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, অজ্ঞাত একটি হাইড্রোলিক ট্রাকের চাপায় ঘটনাস্থলের আবুল হোসেন নিহত হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।