রাকিব হোসেনঃ মারামারি সংক্রান্ত করা মামলার আসামিরা জামিনে বেরিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই মামলার বাদী নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মামলার বাদী হলেন কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদ। ৩ মে তিনি জিডিটি করেন। জামিন নিয়ে আসা ব্যক্তিরা হলেন একই গ্রামের মোঃ আরাফাত (২৪), মোঃ রুমন মন্ডল (২৩), মোঃ সাইফুল ইসলাম (২৫), মোঃ কাজল (২২), মোঃ হাসান (২৫), মোঃ জীবন (২৩), মোঃ আসিফ (২৩), মোঃ আলী আজম (৩৯), মোঃ আতর আলী (৪৭)। জিডিতে উল্লেখ করা হয়, আসামিরা ৩ মে কুষ্টিয়ার আদালত থেকে জামিন নিয়ে বিকালে তাঁরা বাদীর অটো চালিয়ে বাড়ী যাওয়ার পথে ছেউড়িয়া গোরস্থান মোড়ে পৌছানো মাত্র আসামীরা ৩ টি মটর সাইকেল নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন ভয়ভীতি দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেন। মামলা তুলে না নিলে বাদী, তাঁর পরিবারের সদস্য ও মামলার সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এর আগে ২৪ এপ্রিল মারামারি সংক্রান্ত কুষ্টিয়া কোর্টে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং – ১৩৪/২৩। মোঃ আনারুল ইসলাম বলেন, বুধবার বিকালে আরাফাত, আতর আলী, রুমনসহ কয়েকজন মটর সাইকেলে গোরস্থান মোড়ে এসে মোঃ আব্দুস সামাদ কে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়। কুমারখালী থানার এএসআই মোঃ মিজানুর হোসেন জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত রুমনকে মুঠোফোনে কল দিলে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।
Discussion about this post